পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পলাশির যুদ্ধ।


কেবল কতটী রশ্মি গবাক্ষ বিদারি,
একটী মন্দির হ’তে হইয়া নির্গত,
তমোরাশি মাঝে ক্ষীণ আলোক বিস্তারি
শোভিছে, আকাশ-চু্যত নক্ষত্রের মত।
যেই ক্ষুদ্র পথে রশ্মি হয়েছে নিঃসৃত,
কল্পনে! সে পথে পশি নিভৃত আলমে,
কহ, সর্ব্বপুরী যবে তিমিরে আবৃত,
এই কক্ষে আলো কেন জলে এ সময়ে?
গভীর নিশীথে কিগো বসি কোন জন,
অভীষ্টিত মহামন্ত্র করিছে সাধন?

১০


কি আশ্চর্য্য!
বঙ্গের অদৃষ্ট ন্যস্ত যাহাদের করে,
উজ্জ্বল বঙ্গের মুখ যাদের গৌরবে,
তাঁরা কেন আজি এত বিষন্ন অস্তরে,
নিশীথে নিভৃত স্থানে বসিয়া নীরবে?
সহস্রে বেষ্টিত হয়ে স্বর্ণ সিংহাসনে
বসেন সতত যারা তারা কেন, হায়!
নির্জ্জনে, মলিন মুখে, বিষাদিত মনে,
বসিয়া গম্ভীর ভাবে মজিয়া চিন্তায়?