পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
পলাশির যুদ্ধ।

নিদাঘশর্ব্বরী-শেষে নৈশ সমীরণ,
বহিছে স্বনিয়া আম্রকানন ভিতর।
অতিক্রমি বাতায়ন শীতল সমীর,
ব্যজন করিতেছিল নবাবে তখন,
ভাবনায়, অনিদ্রাষ, হইয়া অধীব,
অমনি অজ্ঞাতে ধীবে মুদিল নয়ন;
বিকট স্বপন যত দেখিল নিদ্রায়,
বলিতে শোণিত, কণ্ঠ, শুকাইযা যায।

8২


প্রথম স্বপ্ন।


“বাজ্যলোভে মুগ্ধ হ’য়ে অবে দুরাচাব!
অকালে আমাবে, দুষ্ট! করিলি নিধন।
কালি রণে প্রতিফল পাইবি তাহার,
সহিবি বে অকুতাপ আমার মতন।”

দ্বিতীয় স্বপ্ন।


“সিবাজ, তোমার আমি পিতৃব্যকামিনী;
হরি মম রাজ্য ধন, কবি দেশান্তর,
অনাহারে বধিলি এ বিধবা দুঃখিনী;
কেমনে রাখিবি ধন, এলে চিন্তা কর।”