পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৯৯

৪৬

নীরবে উঠিল শশী; নীরবে চন্দ্রিকা
নিরখিল, আলিঙ্গিতে ধরি বঙ্গগলে,
কাঁদিয়াছে বঙ্গ চির-পিঞ্জর-সারিকা,
কতশত মুক্তাবলী শ্যাম দুর্ব্বাদলে,
নিরখিল কত পত্র, কত ফুল ফল,
তিতিয়াছে দুঃখিনীর নয়নের নীরে;
নীরবে শিবির-শ্রেণী শোভিছে কেবল,
ধবল-বালুক-স্তৃপ যথা সিন্ধু-তীরে;
অথবা গোগৃহক্ষেত্রে যেমতি কৌরব,
সম্মোহন-অস্ত্রে যবে মোহিল পাণ্ডব।

৪৭


জগত-ঈশ্বরী নিদ্রা, শাস্তির আধার,
সিংহাসন-চ্যুত আজি পলাশি-প্রাঙ্গণে;
মানব-নয়ন-রাজ্যে নাহি অধিকার,
বিষাদে ভ্রমিছে আজি এই রণাঙ্গনে।
অজ্ঞাতে, অদৃশু করে, প্রেম-পরশনে,
করে যদি নিমীলিত কাহারো নয়ন;
প্রহরীর পদ শব্দে, পবন-স্বলনে,
চকিতে অভূক্ত তন্দ্রা ভাঙ্গে সেইক্ষণ।