পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
পলাশির যুদ্ধ।

“এত অল্প সেনা লয়ে’ ভাবিছে “কেমনে
পবাজিব অগণিত নবাবেব দল?
কে জানে যদ্যপি হয পবাজষ রণে,
ইংলণ্ডের সব আশা হইবে বিফল,
দুলঙঘ্য সাগর লঙ্ঘি একজন আব,
শ্বেতদ্বীপে কভু নাতি ফিবিবে আবাব।

৫২


“একেত সংখ্যায অল্প সৈনিকেব দল,
তাহাদেব মধ্যে তাহে নাহি এক জন
সুশিক্ষিত যুদ্ধশাস্ত্রে, প্রাযত সকল
সমবে অদুরদর্শী শিশুব মতন,
অধিকাংশ এইমাত্র লেখনী ছাডিযা
অনিচ্চায তববাবি লইযাছে কবে,
কেমনে এমন ক্ষীণ তৃণদল দিয়া
অসংখ্য অশনিবৃন্দ কাটিব সমবে?
ফিবে যাই, কাজ নাই বিষম সাহসে,
স্ব ইচ্ছায কে কোথায ব্যাঘ্র-মুখে পশে?

৫৩


ফিবে যাব? কোথা যাব? স্বদেশে আমার?
বৎসরেব পথ বল যাইব কেমনে?