পাতা:পলাশির যুদ্ধ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১০
পলাশির যুদ্ধ।

নীববে পোহাল নিশি; নীবব সকল,
বণক্ষেত্রে একবাবে না বহে বাতাস,
একটি পল্লব নাহি কবে টলমল;
একটি যোদ্ধাব আব নাতি বহে শ্বাস।
শকুনি, গৃধিনী, কাক, শালিকেব দল,
নৗববে বসিয স্থির শাখাব,উপবে।
দূবে নীল গঙ্গা এবে শাস্ত আচঞ্চল,
একটি হিল্লোল নাহি কাঁপে সবোবলে।
বর্ণপ্রতীক্ষায স্থিব পলাশি-প্রাঙ্গণ,
প্রলয ঝড়েব পূর্ব্বে প্রকৃতি যেমন।


বিটিশেব বণবাদ্য বাজিল অমনি
কাঁপাইয়া বণস্তল,
কাপাইযা গঙ্গাজল,
কাঁপাইয়া অসিবন উঠিল সে ধ্বনি।


নাচিল সৈনিক-রক্ত ধমনীভিতবে,
মাতৃকোলে শিশুগণ,
কবিলেক আস্ফালন,
উৎসাহে বসিল বোণী শয্যাব উপবে।