পাতা:পলাশির যুদ্ধ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৪
পলাশির যুদ্ধ।

১৫

বিনা মেঘে বজ্রাঘাত চাষা মনে গণি,
ভয়ে সশঙ্কিত প্রাণে,
চাহিল আকাশ পানে,
ঝরিল কামিনী-কক্ষ-কলসী আমনি।

১৬


পাখিগণ সশঙ্কিত করি কলবর,
পশিল কুলায়ে ডরে;
গাভীগণ ছুটে রড়ে
বেগে গৃহদ্বারে গিয়ে হাঁফাল নীরব।

১৭


আবার, আবার সেই কামান গর্জ্জন;
উগরিল ধূমরাশি,
আঁধারিল দশ দিশি!
বাজিল ব্রিটিশ বাদ্য জলদ-নিস্বন।

১৮


আবার, আবার সেই কামান-গর্জ্জন;
কাঁপাইয়া ধরাতল,
বিদারিয়া রণস্থল,
উঠিল যে ভীম রব, ফাটিল গগন।