পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
পলাশির যুদ্ধ।

৩৯

“বীরপ্রসবিনী যত মোগল রমণী,
না বুঝিনু কি প্রকারে
প্রসবিল কুলাঙ্গারে;
চঞ্চলা যবন-লক্ষ্মী বুঝিনু এখনি।

৪০


প্রণয়-কুসুমহার, রে ভীয় দুর্ব্বল।
পরাইলি যে গলায়,
বল না রে কি লজ্জায়
পরাইবি সে গলায় দাসত্বশৃঙ্খল?

৪১


“চির-উপার্জিত সেই কুলের গৌরব!
কেমনে সে পূর্ণশশী,
কলঙ্কে করিলি মসী?
ততোধিক যবনের কি আছে বিভব?

৪২


“ভুবন বিখ্যাত সেই যশের কারণ,
বনিতা, দুহিতা তরে,
লও অসি লও করে,
ভারতের লাগি সবে কর তবে রণ।