পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৮
পলাশির যুদ্ধ।

8

“কোথায় ভারতবর্ষ,—কোথায় বৃটন!
অলজঘ্য পর্ব্বতশ্রেণী, অনন্ত সাগর,
অগণিত রাজ্য, উপরাজ্য অগণন,
অর্দ্ধেক পৃথিবী মধ্যে ব্যাপি কলেবর
ইংলণ্ডের চন্দ্র সূর্য্য দেখে না ভারত;
ভারতের চন্দ্র সূর্য্য দেখে না বৃটন;
পবনের গতি কিম্বা কল্পনার রথ,
কোন কালে এত দূর করেনি গমন।
আকাশ-কুসুম কিম্বা মন্দার যেমন,
জানিত ভারতবাসী ইংলণ্ড তেমন।


“সেই সে ইংলণ্ড আজি হইল উদয়,
ভারত-অদৃষ্ঠাকাশে স্বপনের মত।
এই রবি শীঘ্র অস্ত হইবার নয়;
কখনো হইবে কি না, জানে ভবিষ্যত।
এক দিন,—দুই দিন,—বহুদিন আর,
কাষ্ঠপুতুলের মত অভাগা যবন,
বঙ্গ-রঙ্গ-ভুমে নাহি করিবে বিহার;
কলঙ্কিত করিবে না বঙ্গ-সিংহাসন।