পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১২৯

আজি, নহে কালি, কিম্বা তুই দিন পরে,
অবশ্য যাইরে বঙ্গ ইংলণ্ডের করে।


“কি ক্ষণে উদয় আজি হইলে তপন।
কি ক্ষণে প্রভাত হ’ল বিগত শর্ব্বরী!
আঁধারিয়া ভারতের হৃদয়-আসন,
স্বাধীনতা শেষ আশা গেল পরিহরি।
যবনের অবনতি করি দরশন,
নিরথিয়া মহারাষ্ট্র গৌরব বর্দ্ধিত,
কোন্‌ হিন্দুচিত্ত নাহি,—নিরাশাসদন —
হয়েছিল স্বাধীনতা-আশায় পুরিত?
কিন্তু তব অস্ত সনে, কি বলিব আর,
সেই আশাজ্যোতিঃ আজি হইবে আঁধার!


“নিতান্ত কি দিনমণি ডুবিলে এবার,
ডুবাইয়া বঙ্গ আজি শোক-সিন্ধু-জলে?
যাও তবে, যাও দেব! কি বলিব আর?
ফিরিও না পুনঃ বঙ্গ-উদয়-অচলে।
কি কায বল না, আহা! ফিরিয়া আবার?
ভারতে আলোকে কিছু নাহি প্রয়োজন।