পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪
পলাশির যুদ্ধ।

নিমীলিত নেত্রদ্বয়; মুখশ্রী গম্ভীর;
পড়েছে জলদছায়া চৌষট্টি কলায়;
নিরখিতে যেই চন্দ্র নেত্র পদ্মিনীর
হ’ত, উন্মীলিত আজি রাহুগ্রস্ত হায়!
পরিধান পট্টবস্ত্র; উত্তরীয় গলে;
অশিবব্যঞ্জক শ্মশ্রু-আবৃত বদন-
দীর্ঘ কারাবাস হেতু; তপস্যার ছলে
জানুপরে কর, করে অঙ্গুলি-সংযম।
এরূপে মুঙ্গের দুর্গে বসিয়া পূজায়,
কৃষ্ণনগরের পতি কৃষ্ণচন্দ্র রায়।


এ নহে সামান্য পূজা, প্রাণদণ্ড তরে
প্রেরিয়াছে রাজ-আজ্ঞা সিরাজদ্দৌলায়;
হতভাগ্য নরপতি পুজা শেষ করে,
সহিবেক রাজদণ্ড ষমদও প্রায়।
যতক্ষণ পুজা হায়! ততক্ষণ প্রাণ;
সেই হেতু নরপতি পুজায় মগন;
সেই ধ্যানে রাজর্ষির নাহি বাহ্য জ্ঞান;
ক্ষণে ক্ষণে শুধু দীর্ঘনিশ্বাস পতন।