পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৪৭

অভিষেক উপলক্ষে মিরজাফরের,
সুসজ্জিত রাজহুর্ম্ম্য, অবারিত দ্বার।
রাজপ্রাসাদের সজ্জা, নব নবাবের
নুতন সভার শোভা,—আমোদভাণ্ডার —
দেখিতে শুনিতে ওই দর্শক অশেষ
দীর্ঘ স্রোতে রাজদ্বারে করিছে প্রবেশ।


সম্মুখে বিচিত্র সভা আলোক খচিত,
অমরাবতীর শোভা সৌরভে পূরিত।
বিগত বিপ্লবে হয়! করেনি কিঞ্চিৎ
কপান্তর,—সেই রূপ আছে সুসজ্জিত।
সেই রঙ্গভূমি, সেই আলোকের হার,
সেই সজ্জা, সেই শোভা, সেই সভাজন;
সেই বিলাসিনীবৃন্দ করিছে বিহার;
সেই রাজছত্রদণ্ড, সেই সিংহাসন।
সেই নৃত্য, সেই গীত, রয়েছে সকল;
হায়। সে সিরাজদ্দৌলা নাহিক কেবল!


মিরজাফরের আজি সার্থক জীবন;
ভূতলে ঘুনানী স্বর্গ আজি অনুভব।