পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৫৩

কেন মধুচক্র বিধি করে সুধাময়
পরাণে বধিতে হায়! মধুমক্ষিকারে?
পাইত না অনাহারে ক্লেশ মক্ষিকায়,
যদি মকরন্দ নাহি হ’ত সুধাসার;
স্বর্ণ-প্রসবিনী যদি না হইতে হায়,
উঠিত না বঙ্গে আজি এই হাহাকার!
আফ্রিকার মরুভূমি, সুইস্ পাষাণ
হতে যদি, তবে মাতঃ! তোমার সন্তান

১৯


হইত না এইরূপ ক্ষীণকলেবর,
হইত না এইরূপ নারী-সুকুমার।
ধমনীতে প্রবাঞ্ছিত হ’ত উগ্রতর
রক্তস্রোত; হ’ত রুক্ষ বীর্য্যের আধার।
আজি এই বঙ্গভূমি হইত পূরিত
সজীব-পুরুষ-রত্নে; দিগ্‌দিগন্তর
বঙ্গের গৌরবসূর্য্য হ’ত বিভাসিত;
বাঙ্গালার ভাগ্য আজি হ’ত অন্যতর।
কল্পনে! সে দুরাশায় কাষ নাই আর,
ব্রিটিশ শিৱির ওই সম্মুখে তোমায়!