পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৬৩

৩৩

লৌহের কবাট, দৃঢ় লৌহের অর্গল,
খুলিল না রমণীর করুণ রোদনে,
দ্রবিল না দুঃখিনীর ঝরি অশ্রুজল।
বৃথাশ্রমে বিষাদিনী অবসন্ন মনে
বসিল ভুতলে; আহা! শিথিল শরীর,
আশ্রয়বিহীন চারু লতার মতন,
পড়িল ভূতলে ক্রমে হইয়া অধীর।
রক্তস্রোত শোকস্রোতে করি উন্মোচন,
মৃত্যুর অশোক অঙ্কে করিল শয়ন।

৩৪


নীরব অবনী; নিশি দ্বিতীয় প্রহর;
নীরব নিদ্রিত পুরী; আমোদ-তুফান
বিলোড়ন করি পুরী এবে স্থিরতর;
হয়েছে নগর যেন অবসরপ্রাণ।
প্রহরীর পদশব্দ; ঝিল্লীর ঝঙ্কার;
পবনে শঙ্কিত দুর সারমেয় রব;
কেবল মধুর স্বনে সমীর-সঞ্চার
কারা-বাতায়নে;—আর সকলি নীরব।