পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪
পলাশির যুদ্ধ।

কেবল রমণী শোকে নীরবে রজনী
বর্ষিতেছে শিশিরাশ্রু তিতিয়া অবনী।

৩৫


কারাগার-কক্ষান্তরে গভীর নিশীথে,
কে ও দাঁড়াইয়া ওই অবনত মুখে?
বাতায়ন-কাষ্ঠে বক্ষ, নেত্র পৃথিবীতে,
শ্মশ্রু বহি অশ্রুধারা পড়িতেছে বুকে?
কেবল অভাগা হায়! একতান মন,
শুনিয়াছে রমণীর বিষাদ সঙ্গীত;
করিয়াছে প্রতিপদে অশ্রু বরিষণ: '
প্রতিতানে চিত্ত তার হয়েছে দ্রবিত।
যেন পদে পদে ক্রমে আয়ু হয় ক্ষয়,
শেষ তানে জীবনের হইয়াছে লয়।,

৩৬


প্রস্তর-পুতুল যেন গবাক্ষে স্থপিত,
হতভাগা দাঁড়াইয়া রয়েছে এখন;
অস্পন্দ শরীর, সর্ব্ব ধমনী স্তম্ভিত,
অনিশ্বাস, অপলক, নাসিক, নয়ন
তুমুল-ঝটিকা-বেগে কিন্তু স্মৃতিপথে,
বহিতেছে জীবনের ঘটনানিচয়;