পাতা:পলাশির যুদ্ধ.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দয়ার সাগর, পূজ্যতম পণ্ডিতবর, শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেব ! যে যুবক দুঃখের সময়ে অশ্রজলে একদিন আপনার চরণ অভিষিক্ত করিয়াছিল, আজি সেই যুবক আবার আপনার শ্ৰীচরণে উঃস্থিত হইল। আপনার আশীৰ্ব্বাদে, ততোধিক আপনার অনুগ্রহে, আজি তাহার বদন প্রসন্ন, হৃদয় আনন্দে পরিপূর্ণ। আপনার দয়াসাগরের বিন্দুমাত্র সিঞ্চনে দরিদ্রতাদাবানলু হইতে যেই মানস-কানন রক্ষ পাইয়াছিল, আজি সেই কাননপ্রস্থত একটী ক্ষুদ্র কুসুম আপনার শ্ৰীচরণে উৎসর্গীকৃত হইল ;–এই কারণ তাহার এত আনন্দ । বঙ্গকবিরত্বগণ স্বীয় মানস-উদ্যানজাত যে চিরসুবাসিত কুমুমরাশির দ্বারা আপনার । ভারতপূজ্য পবিত্র নাম পূজা করিয়াছেন, আমি সেরূপ পবিত্র পরিমলবিশিষ্ট কুসুম কোথায় পাইব ? আমার হৃদয়-কানন ; আমার উপহার—বনফুল। কিন্তু মহর্ষিগণ পারিজাত কুমুমে যেই দেবপদ অৰ্চনা করেন, দরিদ্র ভক্তের ক্ষুদ্র অপরাজিতাও সেই পদে সমাদরে গৃহীত হইয়া থাকে। আমার এই মাত্র সাহস— এই মাত্র ভরসা। ১লা মাঘ, আপনার চিরানুগত সন ১২৮২ | শ্ৰীনবীনচন্দ্র সেন।