পাতা:পলাশির যুদ্ধ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
পলাশির যুদ্ধ।

নাহি বহিতেছে যেন ধমনী-শাখায়
রক্তস্রোত; শূন্য দৃষ্টি, দুনয়ন স্থির।
এইরূপে বঙ্গমাত বসি শূন্যমনে,
‘রাণীর কি মত?’—প্রশ্ন শুনিলা স্বপনে।
‘রাণীর কি মত? গুনি সুপ্তোখিত প্রায়,
বলিতে লাগিলা রাণী ভবানী তখন,—
“আমার কি মত, রাজা কৃষ্ণচন্দ্র রায়!
শুনিতে বাসনা যদি, বলিব এখন।
যেই কাল রঙ্গে সবে চিত্রিলে নবাবে,
জানি আমি এই চিত্র অতি ভয়ঙ্কর;
যতই বিকৃত কেন নিকৃষ্ট স্বভাবে
কর চিত্র, ততোধিক পাপাত্মা পামর।
রে বিধাতঃ! কোন্‌ জন্মে করেছি কি পাপ?
কোন্‌ দোষে সহে বঙ্গ এত মনস্তাপ?

৫০


“সহজে অবলা আমি দুর্ব্বল-হৃদয়,
নৃপবর! কি বলিব? কিন্তু—এ চক্রান্ত
কৃষ্ণনগরাধিপের উপযুক্ত নয়।
কেন মহারাজ এত হইলেন ভ্রান্ত?
কাপুরুষ-যোগ্য এই হীন মন্ত্রণায়