পাতা:পলাশির যুদ্ধ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় সর্গ।

কাটোয়া-ব্রিটিশ-শিবির।

দিবা অবসান প্রায়; নিদাঘ-ভাস্কর
বরধি অনলরাশি, সহস্র কিরণ,
পাতিয়াছে, বিশ্রামিতে ক্লান্ত কলেবর,
দুর তরুরাজিশিরে স্বর্ণ-সিংহাসন।
খচিত সুবর্ণমেঘে সুনীল গগন
হাসিছে উপরে; নীচে নাচিছে রঙ্গিণী
চুম্বি মৃদু কলকলে মন্দ সমীরণ,
তরল সুবর্ণময়ী গঙ্গা তরঙ্গিণী।
শোভিছে একটি ররি পশ্চিম গগনে,
ভাসিছে সহস্র রবি জাহ্নবী-জীবনে।