পাতা:পলাশির যুদ্ধ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
পলাশির যুদ্ধ।

আজি জানিয়াছে, কালি কি হবে ঘটন?
যা আছে অদৃষ্টে আর দেখি পরীক্ষিয়া
দুইবার যমদণ্ড হানি শিরোপরে
নিজ হস্তে না মরিনু; না মরিনু হায়!
অব্যর্থ-সন্ধানী সেই সৈনিকের করে;
মরিতে কি অবশেষে,—বুক ফেটে যায়!—
নরাধম কাপুরুষ যবনের কবে“?
মরিলেও এই দুঃখ থাকিবে অন্তরে।

২৮


“সেই দিন প্রভঞ্জন-পৃষ্ঠে আরোহিয়া,
পশিনু সাহসে যবে আর্কট নগরে;
বজ্রাঘাত, ঝঞ্চাবাত, ঝড়ে উপেক্ষিয়া,
পশিনু বিদ্যুতবেগে দুর্গেব ভিতবে।
বীরত্ব দেখিয়া ভয়ে দুর্গবাসিগণ
পলাইল বিনা যুদ্ধে;—কুরঙ্গ যেমতি
যুথমধ্যে ক্রুদ্ধ সিংহ করি দরশন;—
মুহূর্ত্তেকে হইলাম দুর্গ-অধিপতি।
সেই দিন বজ্র নাহি পড়িল মাথাষ;
শত্রুর কৃপাণ নাহি পশিল গলায়।