পাতা:পলাশির যুদ্ধ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় সৰ্গ।
৫৫

২৯

“কিম্বা পঞ্চাশত দিন আক্রমণ পরে,
—ম্মরিলে সে কথা, রক্তে বিদ্যুত্ খেলায়—
হোসেনের মৃত্যুদিন উপলক্ষ করে,
উন্মত্ত যবন-সৈন্য করিয়া সহায়,
পশিল কর্ণাটরাজ নিশীথ সমরে।
পঞ্চশত সৈন্যে, দশসহস্র সেনায়
বিমুখিমু সেই দিনে, তুলিনু বিমানে
ব্রিটিশের সিংহনাদ কাঁপায়ে ‘রাজায়’;
মরিতে কি এই ভীরু নবাবের করে?
না—তা নয়! আছে মম এই হস্তোপরে

৩০


অন্ধকূপহত্যা প্রতিবিধানের ভার;
রক্ষিতে ভারতবর্ষে ব্রিটিশ-গৌরব
দণ্ডিয়া নবাধে। হেন উদ্দেশ্য যাহার
তার কাছে কি অসাধ্য কিবা অসম্ভব?
অবশ্য পশিব রণে, জিনিব সমর,
অবশ্য সিরাজদ্দৌলা পাবে প্রতিফল;
“হও অগ্রসর, রণে হও অগ্রসর’—
আমার অন্তর আত্মা কহিছে কেবল।