পাতা:পলাশির যুদ্ধ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
পলাশির যুদ্ধ।

সমুদ্রের বুকে পদাঘাত করি
অভযে আমরা ব্রিটননন্দন,
আজ্ঞাবহ করি তরঙ্গলহরী,
দেশদেশান্তরে কবি বিচরণ।
নব আবিষ্কৃত আমেরিকাদেশে,
কিম্বা আফ্রিকাব মৃগতৃষ্ণিকায়,
ঐশ্বর্য্যশালিনী পূবব প্রদেশে,
ইংলণ্ডের কীর্ত্তি না আছে কোথাষ?
পূরব পশ্চিম গায সমুদয,—
“জয় জয় জয় ব্রিটিশেব জয।”


সম্পদ সাহস, সঙ্গী তরবার;
সমুদ্র বাহন; নক্ষত্র কাণ্ডারী;
ভবসা কেবল শক্তি আপনাব;
শয্যা রণক্ষেত্র, ঈষা ত্রাণকারী।
বজ্রাগ্নি জিনিষা! আমাদেব গতি,
দাবানল সম বিক্রম বিস্তার,
আছে কোন্‌ দুর্গ, কোন্‌ অদ্রিপতি,
কোন্‌ নদ, নদী, ভীম পারাবার