পাতা:পলাশির যুদ্ধ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় সৰ্গ।
৭১

শুনিয়া সভয়ে কম্পিত না হয়,
“জয় জয় জয় ব্রিটিশের জয়”?

8


আকাশের তলে এমন কি আছে
ডরে যারে বীর ব্রিটিশতনয়?
কেবল ব্রিটিশললনার কাছে,
সে বীরহৃদয় মানে পরাজয়।
বীরবিনোদিনী সেই বামাগণে
স্মরিয়া অন্তরে, চল রণে তবে;
হায়! কিবা মুখ উপজিবে মনে,
গুনে রণবার্ত্তা বামাগণে যবে
গাবে বামাকণ্ঠস্বর করি লয়,—
“জয় জয় জয় ব্রিটিশের জয়!”


দাও তবে সবে অভয় অস্তরে,
বারি বিদারিয়া দাও দাঁড়ে টান,
ব্রিটনিয়াপুত্র রণে নাহি ডরে,
খেলার সামগ্রী বন্দুক কামান।
ব্রিটিশের নামে ফিরে সিন্ধুগতি,
বিক্ষিপ্ত অশনি অর্দ্ধপথে রয়