পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পলাশির যুদ্ধ।

নীরব ঝিল্লির রব; স্তব্ধ সমীরণ;
মাতৃবুকে শিশুগণ, দম্পতী শয্যায়,
পতি প্রাণভয়ে, সতী সতীত্বকারণ,
ভাবিছে অনন্যমনে কি হবে উপায়।
বিরামদায়িনী নিদ্রা ছাড়ি বঙ্গালয়
কোথায় গিয়াছে, ডরি নবাব নিদয়।


যেই মুরসিদাবাদ সমস্ত শর্ব্বরী
শোভিত আলোকে, যথা শারদ গগন
খচিত নক্ষত্র-হারে; রজনী সুন্দরী
হাসিত কুসুমদামে রঞ্জিয়া নয়ন;
উথলিত অনিবার আমোদ লহরী;
ভাসিত নগরবাসী, অমক সমান,
শান্তির সাগরে সুখে; সে মহানগরী,
ভাবনা-সাগরে কেন আজি ভাসমান?
যাহার সঙ্গীত স্বরে জাহ্নবী-জীবন
নাচিত উল্লাসে, আজি সে কেন এমন?


পাঠক!
চঞ্চল চপলালোকে চল এক বার,
যাই সুরপুরী-সম শেঠের ভবনে,