পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮
পলাশির যুদ্ধ।

সে চিন্তায় নবাব কি এত অন্যমনা?
কে বলিবে, অন্তর্যামী বিনা কেবা জানে?
কিম্বা রণে কি হইবে ভাবি মনে মনে
কাঁপে কি সিরাজদ্দৌলা থাকিযা থাকিল?
অথবা অঙ্গনা-অঙ্গ-স্নিগ্ধ-পরশনে
কাঁপিছে অনঙ্গ-বাণে অবশ হইয়া
আকর্ণ টানিয়া তবে কটাক্ষের বাণ
এক সঙ্গে যত ধনী কর লো সন্ধান!

১০


ঢাল সুরা স্বর্ণ পাত্রে, ঢাল পুনর্ব্বার!
কামানলে কর সবে আহুতি প্রদান!
খাও চাল, ঢাল খাও! প্রেম পারাবার
উথলিবে, লজ্জাদীপ হইবে নির্ব্বাণ।
বিবসনা লো সুন্দরি! সুরাপাত্র করে।
কোথা যাও নেচে নেচে?—নবাবের কাছে?
দাও তবে সুধা হাসি মাখি বিধার
ভুজঙ্গিনীসম বেণী দুলিতেছে পাছে।
চলুক্‌ চলুক্‌ নাচ, টলুক চরণ,
উড়ক্ কামের ধ্বজ,—কালি হবে রণ।