পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৮৩

মুছাইতে অশ্রু কর করিলা বিস্তার,—
ধ্রুম্ ক’রে দূরে তোপ গর্জ্জিল আবার।

১৮


আবার সে শব্দ, ভেদি সঙ্গীততরঙ্গ,
গেল নবাবের কাণে বজ্রনাদ করি;
ঘুরিল মুস্তক, ভয়ে কাঁপিতেছে অঙ্গ,
শিরস্ত্রাণ প’ড়ে ভূমে দিল গড়াগড়ি।
ইংরাজের রণবাদ্য দূর আম্রবনে
হুঙ্কারিল ভীম রোলে, কাঁপিল অবনী;
যত যন্ত্র ধরাতলে হইল পতন,
নর্তকী অর্দ্ধেক নাচে থামিল অমনি।
মুহূর্ত্তেক পূর্ব্বে যেই বিকচ বদন
হাসিতে ভাসিতেছিল, মলিন এখন!

১৯


বেগে ফরসির নল ফেলিয়া ভূতলে,
আসন হইতে যুবা চকিতে উঠিল;
ভেসেছিল যেই চিন্তা নারী-অশ্রুজলে,
আবার হৃদয়ে বিষদন্ত বসাইল।
গভীর চরণক্ষেপে, অবনত মুখে,
ভ্রমিতে লাগিল ধীরে চিন্তাকুল মনে;