পাতা:পশ্চিম-যাত্রীর ডায়ারি.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১৩৩৬ জৈষ্ঠে ‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’ ও ‘জাভা-যাত্রীর পত্র’ উভয়ের সমাহারে ‘যাত্রী’ গ্রন্থের প্রকাশ। বিষয়বস্তু এবং রচনাকাল উভয়েই ভিন্ন; এজন্য রবীন্দ্র-শতবর্ষ-পূর্তি উপলক্ষে ‘বিশ্বযাত্রী রবীন্দ্র- নাথ’ গ্রন্থমালার দুটি স্বতন্ত্র গ্রন্থরূপেই ‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’ এবং ‘জাভা-যাত্রীর পত্র’ প্রচার করা হইল।

 এই গ্রন্থমালায় অনুরূপ অন্যান্য গ্রন্থ প্রকাশিত হইতেছে।