এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
পাণ্ডব গীতা
প্রহ্লাদ উবাচ।
নাথ যোনিসহস্ৰেষু যেষু যেষু ব্রজাম্যহম্।
তেষু তেষ্বচলা ভক্তিরচ্যুতাস্তু সদা ত্বয়ি॥ ৪৪
অসংখ্য যোনির মধ্যে ওহে নারায়ণ,
যেই যেই স্থানে করি জনম গ্রহণ,
সেই সেই জনমেতে ওতে পীতাম্বর,
তোমাতে অচলা ভক্তি থাকে নিরন্তর। ৪৪
যা প্রীতিরবিবেকানাং বিষয়েষ্বনুযায়িনী।
ত্বামনুস্মরতঃ সা মে হৃদয়ান্নাপসর্পতু॥ ৪৫
বিবেক-বিহীন হয় যেই নরগণ
ইন্দ্রিয়ের অনুকুল বিষয়ে যেমন,
লভে প্রীতি, সেই মত তব ভাবনায়
যে আনন্দ পাই হৃদে নাহি যেন যায়। ৪৫
বিশ্বামিত্র উবাচ।
কিংতস্য দানৈঃকিংতীররথৈঃ কিংতপোভিঃকিমধ্বরৈঃ।
যো নিত্যং ধার্য্যতে দেবং নারায়ণমনন্যধীঃ॥ ৪৬