পাতা:পাণ্ডব গীতা.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
২৭

ভৃগুরুবাচ।

নামৈব তব গোবিন্দ নাম ক্রতুশতাধিকম্‌।
দদাত্যুচ্চারণান্মুক্তিং ভবানষ্টাঙ্গযোগতঃ॥ ৬২

যেই ফল অষ্ট অঙ্গ যোগ আচরণে,
যেই ফল শতাধিক যজ্ঞ সম্পাদনে,
হে গোবিন্দ, তব নাম হ’লে উচ্চারিত,
সেই মুক্তি-ফল পায় মানব নিয়ত॥ ৬২


লোমশ উবাচ।

নমামি নারায়ণ-পাদ-পঙ্কজং
করোমি নারায়ণ-পূজনং সদা।
বদামি নারায়ণ-নাম নির্ম্মলং
স্মরামি নারায়ণ-তত্ত্বমব্যয়ম্‌॥ ৬৩

নারায়ণ-পাদপদ্মে প্রণিপাত করি,
ভক্তি ভরে অর্চ্চি যেন সতত মুরারি।
নির্মল কৃষ্ণ নাম উচ্চারি বদনে
অব্যয় কেশব-তত্ত্ব যেন জাগে মনে॥ ৬৩