পাতা:পাণ্ডব গীতা.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
পাণ্ডব গীতা

পরাশর উবাচ।

সকৃদুচ্চারিতং যেন হরিরিত্যক্ষরদ্বয়ম্‌
বদ্ধঃ পরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতি॥ ৬৯

একবার বলে যেই হরি দু অক্ষর,
সেই জন মোক্ষলাভে বদ্ধপরিকর। ৬৯


পৌলস্ত্য উবাচ।

হে জিহেব রস-সারজ্ঞে সর্ব্বদা মধুর-প্রিয়ে।
নারায়ণাখ্য-পীযূষং পিব জিহ্বে নিরন্তরম্‌॥ ৭০

হে রসনে, জ্ঞাত তুমি সব রস সার,
নেহরি মাধুর্য্যরসে আনন্দ অপার,
নারায়ণ-নামামৃত পিও নিরন্তর,
(মধুর নাইকো কিছু ভবে অন্যতর)। ৭০


ব্যাস উবাচ।

সত্যং সত্যং পুনঃ সত্যং ভুজমুত্থাপ্য চোচ্যতে।
ন বেদাচ্চ পরং শাস্ত্রং ন দেবঃ কেশবাৎপরঃ॥ ৭১

উৰ্দ্ধবাহু হ’য়ে বলি ত্রিসত্য উচ্চারি,
বেদ বিনে শাস্ত্র নাই, দেব বিনে হরি। ৭১