পাতা:পাণ্ডব গীতা.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
৩১

অচ্যুতানন্ত গোবিন্দ নামোচ্চারণ-ভেষজা।
নশ্যন্তি সকলা রোগাঃ সত্যং সত্যং বদাম্যহম্‌॥ ৭২

গোবিন্দ অচ্যুত, অনন্ত নামত্রয়,
ঔষধ রূপেতে আছে এই ধরাময়,
উচ্চারণে সর্ব্বরোগ বিনাশে নিশ্চয়,
সত্য সত্য কহি আমি নাহিক সংশয়। ৭২


মার্কণ্ডেয় উবাচ।

সা হানিস্তন্মহচ্ছিদ্রং স মোহঃ স চ বিভ্রমঃ।
যন্মুহূর্ত্তং ক্ষণং বাপি বাসুদেবং ন চিন্তয়েৎ॥ ৭

যে মূহূর্ত্তে যেই ক্ষণে কৃষ্ণে লোক ভুলে,
হানি, ছিদ্র[১]মোহ, ভ্রম, জানিও সেকালে। ৭৩


অগস্ত্য উবাচ

নিমিষং নিমিষাৰ্দ্ধং বা প্রাণিনাং বিষ্ণুচিন্তনম্‌।
ক্রতুকোটি-সহস্রাণাং ধ্যানমেকং বিশিষ্যতে॥ ৭৪

নিমেষ কি নিমেষোর্দ্ধ শ্রীবিষ্ণু-চিন্তন,
কোটি যজ্ঞ হতে শ্রেষ্ঠ লয় মোর মন। ৭৪

  1. ছিদ্র—পাপ প্রবেশের ছিদ্র।