পাতা:পাণ্ডব গীতা.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
পাণ্ডব গীতা

  গরুড় বাহন যাঁর গর্দা চক্র করে।
করতলে শঙ্খ যাঁর,  সেই বিষ্ণু অবতার,
  প্রসন্ন হউন তিনি আমার উপরে। ৮১

চিত্তে মুকুন্দো বদনে মুকুন্দো
নেত্রে মুকুন্দঃ শ্রবণে মুকুন্দঃ।
যেষাং সদা সর্ব্বগতো মুকুন্দ
স্তে মানবাঃ কিং ন মুকুন্দতুল্যাঃ॥ ৮২

হৃদয়ে মুকুন্দ যার, মুকুন্দ বদনে,
নয়নে মুকুন্দ হেরে, মুকুন্দ শ্রবণে,
মুকুন্দ দেবেরে যারা হেরে সর্ব্বময়,
মুকুন্দের তুল্য ভবে তাহারা কি নয়? ৮২

  ৮৩-৮8

ইদং পবিত্রমায়ুষ্যং পুণ্যং পাপপ্রণাশনম্‌।
যঃ পঠেৎ প্রাতরুত্থায় বৈষ্ণবস্তোত্রমুত্তমম্‌।
সর্ব্বপাপ-বিনির্মুক্তো বিষ্ণুসাযুজ্যমাপ্নুয়াৎ।
ধর্ম্মার্থকামমোক্ষার্থং পাণ্ডবৈঃ পরিকীর্ত্তিতম্‌॥

আয়ুস্কর পুণ্যময় পাপ-বিনাশন
এই স্তব প্রাতে যেই করে অধ্যয়ন,