এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পাণ্ডব গীতা
৩
অনেক জন্মার্জ্জিত পাপ-সঞ্চয়ং
হরত্যশেষং স্মৃতিমাত্র এব॥ ৪
নররূপ নারায়ণে করিলে স্মরণ,
বহু জন্মাৰ্জ্জিত পাপ করেন হরণ;
অতএব নারায়ণ জগৎ মাঝারে,
খ্যাত-নামা চোর বলি জ্ঞাত চরাচরে। ৪
যুধিষ্ঠির উবাচ।
মেঘশ্যামং পীত-কৌষেয়-বাসং
শ্রীবৎসাঙ্কং কৌস্তুভোদ্ভাসিতাঙ্গম্।
পুণ্যোপেতং পুণ্ডরীকায়তাক্ষং
বিষ্ণুং বন্দে সর্ব্বলোকৈকনাথম্॥ ৫
মেঘশ্যামতনু, পীত-কৌষেয়-বসন,
কৌস্তুভে উজ্জ্বল অঙ্গ, শ্রীবৎসলাঞ্ছন,
পুণ্যময়, পদ্মদল দীঘল নয়ন,
নমি সর্ব্বলোক-নাথ বিষ্ণুর চরণ। ৫
ভীমসেন উবাচ।
জলৌঘমগ্না সচরাচরা ধরা
বিশালকট্যাখিলবিশ্বমূর্ত্তিনা।