পাতা:পাতঞ্জল দর্শন.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[পা ২। সূ ১৩। ] সাধন পাদ । S)న হিংসা করিলে অর্থাৎ “হিংসা করিলে ধৰ্ম্ম হয়” এরূপ জানিয়া হিংসা করিলে অধৰ্ম্মই হইয়া থাকে। ক্রোধবশতঃ ধৰ্ম্ম ও অধৰ্ম্ম উভয়ই হইয়া থাকে, উত্তানপাদ রাজনন্দন ধ্রুব ক্রোধবশতঃ গৃহ হইতে বহির্গত হইয়া অতি উত্তম ধৰ্ম্মের অনুষ্ঠান করিয়াছিলেন, ক্রোধবশতঃ ব্রাহ্মণাদি হিংসা করিলে পাপ হয়। - ভক্তি ও দয়ার যথার্থ পাত্র কে কে তাহ ভূাষ্যকার দেখাইয়াছেন, ঈশ্বর । দেবতা প্রভৃতিকে ভক্তি করিকে, ভীত, পীড়িত প্রভৃতিকে দয়া করিবে । “অত্যুৎকটৈঃ পাপপুণ্যৈরিহৈব ফলমধুতে অর্থাৎ পাপ বা পুণ্য অতিশয় উৎকট হইলে শীঘ্রই ফল জন্মে, কিন্তু তাদৃশ উৎকট পাপপুণ্য প্রায়শঃই হয় না, দুরাচার পাণীর কষ্ট না হইয়া শ্ৰীবৃদ্ধি হইতেছে, পুণ্যশীলের সুখ না হইয়া কষ্ট্রে জীবন অতিবাহিত হইতেছে দেখিয়া অনেকেরই ধৰ্ম্মাধৰ্ম্মে অবিশ্বাস দেখা যায়, এরূপ অবিশ্বাস করা উচিত নহে, ইহজীবনেই পাপপুণ্যের ফলভোগ হইবে শাস্ত্রের এরূপ সিদ্ধান্ত নহে, অধিকাংশ কৰ্ম্মফল জন্মান্তরে হয়। }াচস্পতির মতে সংবেগ শব্দের অর্থ বৈরাগ্য, বাৰ্ত্তিককার বিজ্ঞান ভিক্ষুর মতে উপায়ানুষ্ঠানের শীঘ্রতা, এ বিষয় “তীব্রসংবেগানামাসন্নঃ” এই সুত্রে বলা হইয়াছে। বাৰ্ত্তিককার বলেন নারকশব্দে নরকভোগী পুরুষ, তাহাদের সে অবস্থায় ধৰ্ম্মাদি উৎপন্ন হয় না, কিন্তু স্বৰ্গভোগী দেবগণ কদাচিৎ কৰ্ম্মভূমি ভারতবর্ষে লীলাবিগ্ৰহ করিয়া ধৰ্ম্মাদি উপার্জন করিতে পারেন। বাচস্পতি বলেন শত সহস্ৰ বৎসর ভোগ্য নরকযন্ত্রণা মনুষ্য বা তৎপরিণাম কোনও শরীরে ভোগ হইতে পারে না, ততকাল মানবশরীর থাকিতেই পারে না, নারকশব্দে যাহাদের সরকভোগ করিতে হইবে এরূপ পুরুষ সকল বুঝায়। এস্থলে বাচস্পতির কথাই সঙ্গত বোধ হয় ॥ ১২ ॥ সূত্র। সতিমূলে তদ্বিপাকে জাত্যায়ুর্ভোগাঃ ॥ ১৩। ব্যাখ্যা সতিমূলে (মূলে ক্লেশজপে সতি) তদ্বিপাক (তেষাং কৰ্ম্মণাং বিপাকঃ পরিণামঃ) জাত্যায়ুর্ভোগা (জন্ম, আয়ুং, সুখদুঃখভোগশ্চ ভবন্তীতি শেষ: ) ॥ ১৩ ॥ , or - -