পাতা:পাতঞ্জল দর্শন.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪, পাতঞ্জল দর্শন । [ পা ২। সূ ১৩। ] উক্ত আছে, স্বল্প সঙ্কর অর্থাৎ যজ্ঞাদি সাধ্য ধৰ্ম্মের স্বল্পের অর্থাৎ ষাগামুকুল হিংসাজনিত অল্পমাত্র পাপের সহিত সঙ্কর হয় অর্থাৎ সংমিশ্রণ হয় । সপরিহার অর্থাৎ হিংসাজনিত ঐ অল্পমাত্র অধৰ্ম্মকে প্রায়শ্চিত্তাদি দ্বারা উচ্ছেদ করা যায়। সপ্রত্যবমর্ষ অর্থাৎ যদি প্রমাদবশতঃ প্রায়শ্চিত্ত করা না হয় তবে প্রধান কৰ্ম্মফলের উদয় সময় ঐ অল্পমাত্র অধৰ্ম্মও স্বকীয়ু বিপাক অনর্থ জন্মায়, তথাপি সুখসমুদ্র স্বৰ্গভোগের মধ্যে ঐ সামান্ত দুখ বহ্নিকণিকা সহজেই সহ করা যায়। কুশল অর্থাৎ পুণ্যরাশির অপকৰ্ষ করিতে ঐ অল্পমাত্র অধৰ্ম্ম সমর্থ হয় না, কারণ উক্ত সামান্ত অধৰ্ম্ম অপেক্ষ যাগাদিকৃত ধৰ্ম্মের পরিমাণ অনেক, যাহাতে এই ক্ষুদ্র অধৰ্ম্ম অপ্রধানভাবে থাকিয়া স্বৰ্গভোগের সময় অল্প পরিমাণে দুঃখু জন্মাইয়া থাকে। তৃতীয় গতি যথা নিয়ত বিপাক এতাদৃশ প্রধান কৰ্ম্ম দ্বারা অভিভূত হইয়া চিরকাল অবস্থান করা, কারণ, অদৃষ্টজন্মবেদনীয় নিয়ত বিপাক কৰ্ম্মরাশিই মরণ দ্বারা অভিব্যক্ত হয়, অদৃষ্টজন্মবেদনীয় অনিয়ত বিপাক কৰ্ম্মরাশি সেরূপে মরণ সময়ে অভিব্যক্ত হয় না। অদৃষ্টজন্মবেদনীয় অনিয়তবিপাক কৰ্ম্মরাশি নষ্ট হইতেও পারে, প্রধান কৰ্ম্মবিপাক সময়ে আবাপগমন ( সহায়কভাবে অবস্থান ) করিতেও পারে, অথবা প্রধান কৰ্ম্ম দ্বারা অভিভূত হইয়া চিরকাল অবস্থিত থাকিতে পারে যতকাল পর্য্যন্ত সজাতীয় কৰ্ম্মান্তর অভিব্যক্ত হইয়া উহাকে ফলাভিমুখ না করে। অদৃষ্টজন্মবেদনীয় অনিয়ত বিপাক কৰ্ম্মরাশিরই দেশ, কাল ও নিমিত্তের স্থিরতা হয় না বলিয়াই কৰ্ম্মগতিকে বিচিত্র ও দুজ্ঞেয় বলা হইয়াছে। অপবাদ (বিশেষ ) দ্বারা উৎসর্গের ( সামান্তের) নিবৃত্তি হয় না (“অপবাদবিষয়ং পরিত্যজ্য উৎসর্গঃ প্রবর্ততে,” অর্থাৎ সামান্তবিধি বিশেষ বিধিকে পরিত্যাগ করিয়া স্থানান্তরে প্রবৃত্ত হয় ) কোনও এক স্থানে অপবাদ হইলেও স্থানান্তরে উৎসর্গের প্রবৃত্তি হইতে পারে, অতএব পূৰ্ব্বোক্ত ' একভবিক কৰ্ম্মাশয় অনুজ্ঞাত থাকিল ॥ ১৩ ॥ মন্তব্য। “ললাটলেখো ন পুনঃ প্রয়াতি” “যদভাবি ন তদ্ভাবি ভাবিচেন্ন তদন্তথা।” “ললাটে লিখিতং যজু, ষষ্ঠজাগরবাসরে । ন হরি: শঙ্করো ব্ৰহ্মা নান্তথৈব কদাচন” ইত্যাদি অনেক স্থানে দেখা যায় অদৃষ্টলিপি খণ্ডন হয় না, হইবেই বা কিরূপে ? যদি সুখদুঃখের ভোগ অথবা আয়ু:সংখ্যার পরিবর্তন হয় তবে মচুন্য প্রভৃতি জন্মকেও পরিবর্তন করিয়া পশুপক্ষিভাবে পরিণত করা