পাতা:পাতঞ্জল দর্শন.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ পা ২। সূ ৩৪ । ] সাধন পাদ । ১৭৫ মৎস্ত আহার রহিত করিলে ধীবরে মৎস্ত ধরিত না, মাংসভক্ষণ প্রচলিত না থাকিলে কসাই কালীর আবির্ভাব হইত না, টুপী ব্যবহার না থাকিলে পালক লোভে পক্ষীর বিনাশ হইত না। ফলতঃ সাক্ষাৎই হউক অথবা অল্প বা অধিক পরম্পরাতেই হউক হিংসাদি দোষের অণুমাত্র সংস্রব থাকিলেও পাপপঙ্কে নিমগ্ন হইতে হয় । so b অবৈধ হিংসায় পাপ হয় ইহা সৰ্ব্ববাদীসম্মত। বৈধহিংসা অর্থাৎ অশ্বমেধ প্রভৃতি যাগ অথবা বর্তমান দুর্গোৎসবদিতে বলিদান ইহাতে মতভেদ আছে, সাংখ্য পাতঞ্জল ভিন্ন সাধারণ আস্তিকদর্শনের মতে বৈধহিংসায় পাপ হয় না, তাহারা বলেন যদিচ “মা হিংস্তাং সৰ্ব্বভূতানি” ইত্যাদি সামান্ত শাস্ত্রে হিংসার নিষেধ আছে তথাপি “অগ্নিষোমীয়ং পশুমালভেত” ইত্যাদি বিশেষ শাস্ত্র দ্বারা উহা বাধিত হইবে, বিশেষ বিধিকে পরিত্যাগ করিয়াই সামান্ত্যের প্রবৃত্তি হয়, অতএব যাগাদি স্থলে পশুঘাতরূপ বৈধহিংসার অতিরিক্ত হিংসাই পাপের জনক। সাংখ্যও পাতঞ্জলদর্শনের অভিপ্রায় এইরূপ, বিরোধ থাকিলেই প্রবল দ্বারা দুৰ্ব্বল পরাহত হয়, অনবকাশ হয় বলিয়া বিশেষ শাস্ত্র প্রবল, অবকাশ থাকে বলিয়া সামান্ত শাস্ত্র দুৰ্ব্বল, একটা ধৰ্ম্মাতে বিরুদ্ধ ধৰ্ম্মদ্বয়ের সমাবেশ হইলেই বিরোধ বলে, হিংসা অনর্থের হেতু ও হেতু নহে এইরূপ হইলেই বিরোধ হয়, প্রকৃত স্থলে সেরূপ ঘটে নাই ; মা হিংস্থাৎ সৰ্ব্বভূতানি ইত্যাদি সামান্ত শাস্ত্রের অর্থ হিংসা অনর্থের কারণ, অগ্নিষোমীয়ং পশুমালভেত ইত্যাদি বিশেষ শাস্ত্রের অর্থ পশুবধ যাগের সাধন, অনর্থের কারণ নয় এরূপ নহে, সুতরাং বিরোধের সম্ভাবনা নাই । যাগাদি . অনুষ্ঠানে প্রচুর পরিমাণে পুণ্য হয়, সঙ্গে সঙ্গে পশু ও বীজাদি বধ হয় বলিয়া অল্প পরিমাণে অধৰ্ম্ম সঞ্চিত হয়, ভাষ্যকার তাহাই বলিয়াছেন “কথঞ্চিৎ পুণ্যাবাপগত হিংসা ভবেৎ" পঞ্চশিখাচাৰ্য্য বলিয়াছেন “স্বরসঙ্কর; সপরিহারঃ সপ্রত্যবমর্শ: ইতি, অর্থাৎ যাগাদিজনিত ধৰ্ম্মরাশি পশুবীজাদি বধপ্রযুক্ত স্বল্প পাপের সহিত সঙ্কীর্ণ হয়, যথা কথঞ্চিৎ প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করিলে ঐ অল্প পাপ বিনষ্ট হইতে পারে, প্রায়শ্চিত্ত দ্বারা হিংসাজনিত পাপ দূর না করিলে যাগফল স্বৰ্গভোগের সময় ঐ পাপের পরিণাম দুঃখ ভোগ হয় কিন্তু অধিক মধের মধ্যে থাকে বলিয়া উহা সহজেই সহ করা যায় ইত্যাদি। এরূপ প্রবাদ