বিষয়বস্তুতে চলুন

পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ পা ২। সূ ৫৫ ৷ ] সাধন পাদ। • సిన్హన শ্ৰেয়স্কর, কেননা কি জানি কখনও পদস্থলন হইতে পারে, তখন একেবারে সমস্ত বিনষ্ট হইবার সম্ভব, যাঁহাতে কোনওরূপে ভয়ের আশঙ্কা নাই, সেই শব্দাদির অপ্রতিপত্তিই (অনুভব না হওয়া) পরমাবগুতা। বিষ্ণুপুরাণে উক্ত আছে— “শব্দাদিঘনুষক্তানি নিগৃহীক্ষাণি যোগবিৎ। কুৰ্য্যাচ্চিত্তানুকারণি প্রত্যাহারপরায়ণঃ | বগুতা পরম তেন জঞ্জিতে নিশ্চলাত্মনাম্। ইন্দ্রিয়ণামবগুৈস্তৈ নযোগী যোগসাধকঃ" ॥ অর্থাৎ প্রত্যাহারসিদ্ধ যোগজ্ঞ ব্যক্তি শব্দাদির অধীন শ্রোত্রাদি ইন্দ্রিয়গণকে নিরুদ্ধ করিয়া চিত্তানুকারী করিবে, ইহাতে ইন্দ্রিয়গণের পরমাবশ্রাতা জন্মে। বিষয়ের সম্বন্ধ থাকিলে বিক্ষেপ হয় একথা গীতাতে উক্ত আছে— “যততোহহপিকৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত: | ইন্দ্রিয়াণি প্ৰমাখীনি হরন্তি প্ৰসভং মনঃ ॥ তানি সৰ্ব্বাণি সংযম্য যুক্ত আসীত মতপরঃ । বশেহি যস্তোন্দ্রিয়াণি তস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ॥” অর্থাৎ যত্নশীল পণ্ডিতগণের চিত্তকেও প্রবল ইন্দ্রিয়গণ হরণ করে, বিষয়ভোগে কামুক করে, ইন্দ্রিয় সকলের নিরোধ করিয়া সমাধি করিবে। ইন্দ্রিয়গণ যাহার বশীভূত তাহার চিত্ত স্থির হয়। দ্বিতীয় পাদের সংগ্রহ শ্লোক যথা— “ক্রিয়াযোগং জগে৷ ক্লেশান বিপাকান কৰ্ম্মণামিহ। তদুঃখত্বং তথা ব্যুহান্‌ পাদে যোগস্ত পঞ্চকৰ্ম্ম ॥” অর্থাৎ সাধন নামক দ্বিতীয় পাদে পাচটী বিষয় আছে, ক্রিয়াযোগ, ক্লেশ, কৰ্ম্মের বিপাক, বিপাকের দুঃখময়ত ও বৃহচতুষ্টয় ॥ ৫৫ ৷ ইতি। পাতঞ্জলদর্শনে সাধন নির্দেশ নামে দ্বিতীয়পাদ সমাপ্ত হইল।