পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ প। ৩ । সূ ১৫ । ] বিভূতি পাদ । ૨૨૧ অভেদ প্রতিপাদন করা যায় তবে কেবল একটাই (ধৰ্ম্মাই ) পরিণাম হয়, কেননা অভেদ উপচার বশতঃ ঐ ধৰ্ম্মাতেই ধৰ্ম্ম, লক্ষণ ও অবস্থা সকলের অন্তর্ভাব হয়। চিত্তের ধৰ্ম্ম দুই প্রকার, একটা পরিদৃষ্ট অর্থাৎ প্রত্যক্ষ, অপরটা অপরিদৃষ্ট অর্থাৎ পরোক্ষ। প্রমাণাদি বৃত্তি ও কামাদিকে পরিদৃষ্ট বলে । (ইহাদের প্রতিবিম্ব চিৎশক্তিতে পুড়ে বলিয়া পরিদৃষ্ট অর্থাৎ প্রত্যক্ষ বলে)। বস্তুমাত্র অর্থাৎ যাহার প্রতিবিম্ব পুরুষে পতিত হয় না, পরমাণু প্রভৃতির ষ্ঠায় তাদৃশ বস্তুকে অপরিদৃষ্ট বলা যায়। এই অপরিদৃষ্ট চিত্তধৰ্ম্ম সপ্ত প্রকার, অনুমান ও আগম প্রমাণ দ্বারা উহাদের সত্তা গৃহীত হয়, সেই সাতটা এই, । ১। নিরোধ অর্থাৎ অসম্প্রজ্ঞাত যোগ, যাহাতে কোনওরূপ বৃত্তির উদয় হয় না, ইহা যোগশাস্ত্ররূপ আগম প্রমাণ দ্বারা জ্ঞাত হয়, সংস্কার-শেষ অবস্থা আগম ও অনুমান উভয় দ্বারা গৃহীত হয়। ২। ধৰ্ম্ম, এই ধৰ্ম্মশব্দে পুণ্য ও পাপ উভয়ই বুঝিতে হইবে, কোনও স্থানে “কৰ্ম্ম” এইরূপ পাঠ থাকে, সে পক্ষেও কৰ্ম্মশব্দে তজ্জনিত পাপপুণ্য উভয় বুঝিতে হইবে, উক্ত উভয়ই শাস্ত্র ও সুখদুঃখোপভোগরূপ হেতু দ্বারা অনুমান এই উভয় প্রমাণ দ্বারা জ্ঞাত হয়। ৩ । সংস্কার, ইহা স্মৃতিরূপ হেতু দ্বারা অনুমিত হয়। ৪। পরিণাম, গুণমাত্রই প্রতিক্ষণপরিণামী, চিত্তও ত্রিগুণাত্মক, অতএব সৰ্ব্বদাই তাহাতে পরিণাম হয়। ৫ । জীবন, অর্থাৎ প্রাণধারণ ব্যাপারবিশেষ, ইহা শ্বাস ও প্রশ্বাস দ্বারা অনুমিত হয়। ৬। চেষ্টা, অর্থাৎ ক্রিয়া, চিত্তের এই ক্রিয়া, শরীরেন্দ্রিয়ের সহিত সংযোগ দ্বারা অনুমিত হয়, চিত্ত শরীর ও ইন্দ্রিয়ের সহিত সংযুক্ত হয়, অবশুই সংযোগের পূৰ্ব্বে ক্রিয়া হইয়াছিল, ক্রিয়া না হইলে সংযোগ হয় না। ৭। শক্তি, অর্থাৎ উদ্ভূতকার্য্যের অনভিব্যক্ত অবস্থা, চিত্তের এই ধৰ্ম্মটও স্থল কাৰ্য্য দর্শন দ্বারা অনুমিত হয়। এই সাতটা ধৰ্ম্ম দৰ্শন-বজ্জিত অর্থাৎ অপরিদৃষ্ট, পরোক্ষ ॥ ১৫ ॥ মন্তব্য। ক্রিয়াভেদ বশতঃই নানা পরিণাম হয়, ভাস্থ্যে যে চুর্ণমৃদ, পিওমৃদ্ধ প্রভৃতি ক্রম দেখান হইয়াছে, উহ ক্রিয়াভেদেরই নিদর্শন। যেমন চন্দ্রের গতি প্রত্যক্ষ দেখা যায় না, কিছুকাল বিলম্বে স্থান পরিবর্তন দেখিয়া । জানা যায় অবশুই গতি আছে, নতুবা এক দেশ হইতে অপর দেশে গমন সম্ভব হয় না, সেইরূপ অবস্থা পরিণামস্থলেও বুঝিতে হইবে। একখণ্ড नूडर्मः বস্ত্রের পুরাণত দুই এক মাসে সম্যক জ্ঞাত হয় না, অতিপ্রধত্ব সহকারে গৃহে