পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ পা ৩। সূ২৬ । ] বিভূতি পাদ। ૨૬૧ পরে স্বৰ্গলোক পাচ প্রকার, ভূলোক ও ভুবর্লোক অপেক্ষা করিয়া মাহেক্সনামক স্বৰ্গলোক তৃতীয়, তদুদ্ধে মহৎ নামে প্রাজাপত্য চতুর্থলোক, তৎপরে ত্ৰিবিধ ব্রাহ্মলোক যথা জনলোক, তপোলোক ও সত্যলোক। এই সপ্তবিধ লোকের বিবরণ একটা সংগ্রহ শ্লোক দ্বারা বলা যাইতেছে, ব্রাহ্মলোক ত্রিভূমিক অর্থাৎ ত্রিবিধ, তন্নিয়ে মহান নামক প্রাজাপত্যলোক, মহেন্দ্রলোক স্বঃ (স্বর্গ) বলিয়। কথিত, অন্তরিক্ষলোকে তারকা ও ভুলোকে প্রাণিগণ বাস করে । অবীচি স্থান হইতে ক্রমশঃ উদ্ধে পৃথিবী হইতে নিম্নে ছয়ট মহানরক স্থান আছে, ইহারা ক্ষিতি, জল, তেজঃ, বায়ু, আকাশ ও অন্ধকারের আশ্রয়, ইহাদের নামান্তর যথা মহাকাল, অম্বরীশ, রৌরব, মহারৌরব, কালস্থত্র ও অন্ধতামিশ্র। যেখানে প্রাণিগণ স্বকীয় পাপের ফল তীব্র যাতনা অনুভব করিতে করিতে অতি কষ্টে দীর্ঘজীবন অতিবাহিত করে। ইহার নিয়ে সপ্ত পাতাল যথা, মহাতল, রসাতল, অতল, স্বতল, বিতল, তলাতল ও পাতাল, এই সপ্তপাতাল অপেক্ষা অষ্টমী এই বসুমতী ভূমি সপ্তদ্বীপরূপ, এই সপ্তদ্বীপ মেদিনীর মধ্যস্থলে কাঞ্চনময় সুমেরু নামক পৰ্ব্বতরাজ আছে, সেই সুমেরুর যথাক্রমে পূৰ্ব্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তরভাগে রজত, বৈদুর্ঘ্য (কৃষ্ণ পীতবর্ণ মণি, পোঞ্চ রাজ), স্ফটিক ও হেমমণিময় চারিট শৃঙ্গ আছে, তন্মধ্যে বৈদুর্ঘ্য প্রভায় আকাশের দক্ষিণভাগ নীলপদ্ম দলের ন্তায় লক্ষিত হয়, রজত প্রভায় পূৰ্ব্বভাগ শ্বেতবর্ণ দেখায়, পশ্চিমভাগ স্ফটিক প্রভায় স্বচ্ছ নিৰ্ম্মল দেখায়, উত্তরভাগ কুরুগুক (পীতবর্ণ পুষ্প) পুষ্পের বর্ণের ন্যায় দেখায়। এই সুমেরুর দক্ষিণ পাশ্বে জন্তু (জমি) বৃক্ষ আছে, যাহার নামে এই দ্বীপকে জম্বুদ্বীপ বলে । সুমেরুর চতুর্দিকে স্বৰ্য্য ভ্রমণ করে বলিয়া বোধ হয় রাত্রি ও দিন সৰ্ব্বদাই লাগিয়া রহিয়াছে, অর্থাৎ যখন যে ভাগে স্বৰ্য্য থাকে সেই ভাগে দিন ও তাহার বিপরীত ভাগে রাত্রি হয়। সুমেরুর উত্তর ভাগে দ্বিসহস্ৰ যোজন দীর্ঘ নীল শ্বেত শৃঙ্গবিশিষ্ট তিনটী পৰ্ব্বত আছে, ইহাদের অন্তরালে (মধ্যভাগে) রমণক, হিরন্ময় ও উত্তরকুরু নামে নব নব যোজন সহস্র পরিমাণ তিনটা বর্ষ আছে। দক্ষিণ দিকে ৰি সহস্ৰ যোজন দীর্থে নিষধ, হেমকূট ও হিমশৈল নামে তিনটা পৰ্ব্বত আছে, তাহাদের মধ্যস্থানে নব নব যোজন সহস্র পরিমাণ হরিবর্ষ, কিন্পুরুত্ব ও ভারতনামে তিনটা বর্ষ আছে। পূৰ্ব্বদিকে মাল্যবান পৰ্ব্বত পৰ্য্যন্ত ভদ্রাশ্বনামে ;