পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[পী ৩ সু ২৬। ] বিভূতি পাদ। : રં8s গতিতে স্বমেরুর উপরিভাগে নিয়তরূপে স্থিত থাকিয়া অনবরত ঘুরিতেছে। তৃতীয় স্বর্লোকে (মহেন্দ্রলোকে ) ছয়টা দেবজাতীয় জীব আছে, যথা ত্ৰিদশ, অগ্নিৰাত, যাম্য, তুধিত, অপরিনিৰ্ম্মিত বশবৰ্ত্তী ও পরিনিৰ্ম্মিত বশবর্তী, সকলেই সঙ্কল্পসিদ্ধ, অর্থাৎ ইচ্ছানুসারেই উপভোগ করিতে সক্ষম, অণিমাদি অষ্টবিধ ঐশ্বৰ্য্যযুক্ত, কল্প অর্থাৎ চতুযুগ সহস্ৰ বৎসর রূপ ব্ৰহ্মার দিন পরিমাণ ইহাদের আয়ুকাল। বৃন্দারক (পূজ্য), কামভোগী (মৈথুনপ্রিয় ) ইহার ঔপপাদিক দেহ অর্থাৎ পিতামাতার শুক্ৰশোণিত ব্যতিরেকে উৎকট পুণ্যফলে দিব্য শরীরধারী। ইহারা সৰ্ব্বদা সুন্দরী অঙ্গরার সহিত বিহার করেন। প্রাজাপত্য মহৎ (মহলোক ) লোকে কুমুদ, ঋভব, প্রতদন, অঞ্জনাভ ও প্রচিতাভ এই পাচ প্রকার দেবজাতিবিশেষ বাস করেন। মহাভূত সকল ইহাদের বশীভূত অর্থাৎ ইহাদের অভিলাষ অনুসারে মহাভূতের পরিণাম হয়। ইহারা ধ্যানাহার, ধ্যানমাত্রেই পরিতৃপ্ত, কল্পসহস্র ইহাদের আয়ুঃ । ব্ৰহ্মার তিনটী ( জন, তপঃ সত্য ) লোকের মধ্যে প্রথম জনলোকে চারি প্রকার দেবজাতি বাস করে, ব্ৰহ্মপুরোহিত, ব্ৰহ্মকায়িক, ব্রহ্মমহাকায়িক ও অমর, ইহারা ভূত ও ইঞ্জিয়ের প্রভূ অর্থাৎ পূৰ্ব্বোক্ত দেবগণ কেবল ক্ষিত্যাদি ভূতের পরিচালক, ইহারা ভূত ও ইন্দ্রিয় উভয়ের নিয়ামক। অভাস্বর, মহাভাস্বর ও সত্যমহাভাস্বর নামে ত্ৰিবিধ দেবজাতির বাস ; ভূত, ইন্দ্রিয় ও প্রকৃতি ইহাদের অধীন, ইহাদের ইচ্ছামত প্রকৃতিরও পরিণাম হয়, ইহারা যথোত্তর দ্বিগুণ আয়ু অর্থাৎ অভাস্বর দেবগণের দ্বিগুণ আয়ু মহাভাস্বর, তাহার দ্বিগুণ আয়ুঃ সত্যমহাভাস্বর ইত্যাদি। সকলেই ধ্যানমাত্রে পরিতৃপ্ত, উৰ্দ্ধরেতঃ, ইছাদের বীর্য্যস্খলন হয় না, উৰ্দ্ধে অর্থাৎ সত্যলোকেও ইহাদের জ্ঞানের আবিষয় নাই, অধরভূমিতে অর্থাৎ অৰীচি হইতে সমস্ত লোকেই ইহাদের জ্ঞান অপ্রতিহত। তৃতীয় ব্ৰহ্মলোকে (সতালোকে ) চারি প্রকার দেবতার বাস, অচ্যুত, শুদ্ধনিবাস, সত্যাভ ও সংজ্ঞাসংজ্ঞী। ইহাদের গৃহবিন্যাস নাই, সুতরাং স্বপ্রতিষ্ঠ অর্থাৎ নিজেই নিজের আশ্রয়। অচ্যুত দেবগণের উপরি শুদ্ধ নিবাস দেবগণের ৰালস্থান, এইরূপে যথোত্তর উদ্ধে উৰ্দ্ধে বাসস্থান বুঝিতে হইবে। ইহারা সকলেই প্রধান চালনায় সমর্থ, ইহাদের আয়ুকাল স্মৃষ্টিকালের সমান, স্বাক্টর বিনাশ মহাপ্রলয়ের সময় ইহাদের নাশ হয়। অচ্যুতগণ সবিতর্কধানে । లిశి r