পাতা:পাতঞ্জল দর্শন.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাতঞ্জল দর্শন। মূলস্বত্র, সংস্কৃতে স্বত্রের সরল ব্যাখ্য, বঙ্গভাষায় স্বত্রের তাৎপৰ্য্য, বেদব্যাস রচিত ভাষা, ভাষ্যের ক্রমিক বঙ্গানুবাদ ও স্বত্রভাষাবোধের উপযোগী প্রতিস্থত্রে বিস্তৃত মন্তব্য সম্বলিত। বেদান্তচুঞ্চ-সাংখ্যভূষণ-সাহিত্যাচাৰ্য্য ঐ পূর্ণচন্দ্ৰ শৰ্ম্ম সঙ্কলিত। প্রথম সংস্করণ । কলিকাতা ৬২ নং আমহাষ্ট ষ্ট্রীট, সংস্কৃত যন্ত্রে ঐউপেন্দ্রনাথ চক্ৰবৰ্ত্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। শকাব্দ ১৮২• । ইংরাজী ১৮৯৮ ।