পাতা:পাতঞ্জল দর্শন.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। سیست-محتاجعه همه عمحوه علومتحه ح-------- o দর্শনশাস্ত্র সমুদায়ের মধ্যে কাৰ্য্যক্ষেত্রে ।পাতঞ্জলেরই বিশেষ উপযোগিতা দেখা যায়। ইহাতে দার্শনিক কঠোরতর্কের বাহুল্য নাই, যাহাতে আধ্যাত্মিক উন্নতি হয়, চিত্তের মল বিদূরিত হইয়া সত্বের প্রকাশ হয়, তাহারই সম্যক্‌ উপায় প্রদর্শিত আছে । মনুষ্যজীবন অতি দুর্লভ, চেষ্টা করিলে এই জন্মেই চিত্তের উৎকর্ষ হইতে পারে। পতঞ্জলির উপদেশ অনুসারে চলিলেই মানব জন্ম সফল হয়। এক কথায়, পাতঞ্জল দর্শন সুন্দরব্রুপে হৃদয়ঙ্গম করিতে পারিলে শাস্ত্রান্তরের প্রয়োজন থাকে না, ইহা সাম্প্রদায়িক গ্রন্থ নহে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্ৰীষ্টান সকলেই পতঞ্জলির উপদেশ গ্রহণ করিতে পারেন। সন্ধ্যা, পূজা, জপ প্রভৃতি সমস্তই পতঞ্জলির উপদেশানুসারে হইয়া থাকে। পাতঞ্জল স্বত্র ও ব্যাসদেবরচিত ভাষ্য অতিশয় দুরূহ, বঙ্গভাষায় অনুবাদ করা নিতান্ত দুষ্কর, ঐ ভাষায় সমস্ত ভাব প্রকাশ হয় না, ভাষার দিকে লক্ষ্য রাখিলে অনুবাদ ঠিক্‌ হয় না, সুতরাং অনুবাদ ভাগে ভাষার পারিপাট্য রক্ষা হয় নাই । অনুবাদ ও মন্তব্য ভাগ স্থিরচিত্তে অধ্যয়ন করিলে সহজেই ভায্যের বোধ হইবে। যোগীরাই যোগের উপদেশ দিতে সমর্থ। তথাপি ৮ কাশীধামে দীর্ঘকাল থাকিয়া পূজ্যপাদ পরিব্রাজক বিশুদ্ধানন্দ স্বামীর নিকট অধ্যয়নকালে যেরূপ উপদেশ পাইয়াছি, তদনুসারেই অনুবাদ করা হইল। পাঠকগণ এই গ্রন্থ দ্বারা স্বল্প পরিমাণে সাহায্য পাইলেও শ্রম সফল বোধ করিব । ইতি । শ্রাবণ ১৩০৫ সাল । } শ্ৰীপূৰ্ণচন্দ্র বেদান্ত চুধু শৰ্ম্ম৷ ইংরাজী, জুলাই, ১৮৯৮। সেনহাটী গ্রাম। খুলনা জিলু ।