(১২)
দ্বিতীয় পরিচ্ছেদ।
দান ধর্ম্মের বিষয় পর্যালোচনা করলে দেখতে পাই যে পেগান গ্রীস ও রোমের যে উচ্চ আদর্শ ছিল এবং যাহা কিছু হিন্দু ধর্ম্মের ও আদর্শ ছিল খ্রীষ্টানেরা তাহার অধিক কিছুই করতে পারেন নাই। Farrer সাহেব বলেন যে এ হিসাবে খ্রীষ্টান বাদসাহ কনষ্টানটাইনের আমলে অধোগতি হয়েছিল।[১] খ্রীষ্টীয় ধর্ম্ম প্রচারের কিছু দিন পরেই মুসলমানরা প্যালেষ্টাইন দখল করে এবং খ্রীষ্টানদের তাড়িয়ে দেয়। তাহাদের হাত থেকে জেরুজিলাম উদ্ধারের জন্য যে সকল ধর্ম্ম যুদ্ধ (Crusade) হয়েছিল তাতেও ঈশাইদের উদারতা বা উন্নত ভাবের বিশেষ পরিচয় পাওয়া যায় না। বিখ্যাত খ্রীষ্টান ঐতিহাসিক Milman সাহেব বলেন:—যীশুর ক্রুশধারী সৈন্যগণ যে রকম ভীষণ হত্যাকাণ্ড এবং নৃশংসতা দেখিয়েছিলেন তাঁদের পূর্ব্বতন বার্বেরিয়ান কিম্বা সমসাময়িক ইনফিতেলগণ বা মুসলমানেরা কুত্রাপি তেমন দেখায়নি।[২]
যখন মুসলমান বাদশাহ সালাতিন পুনরায় জেরুজিলাম অধিকার করেন, তখন শত্রুদের প্রতি প্রতিশোধ না নিয়ে বরং তাদের উপর এতদূর দয়া প্রকাশ করেন যে তা দেখে ঈশাইরা আশ্চর্য্য হয়েছিলেন। Milman সাহেব স্পষ্টই লিখেছেন:―“তৎকালের প্যালষ্টাইনবাসী খ্রীষ্টানেরা স্বভাবচরিত্র এবং ব্যবহারে মানব জাতীর মধ্যে সর্ব্বাপেক্ষা
- ↑ “There is indeed no fact more patent in history than that with the triumph of Christianity under Constantine the older and finer spirit of charity died out of the world, and gave place to an intolerance and bigotry which wore its extreme antithesis, which have only in recent years come to be mitigated.”―Paganism and Christianity by J. A. Farrer.
- ↑ See Note IV.