পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

మb* পীতাতঙ্কের প্রতিকার ডি ডি হাতের ঘড়ির দিকে চাহিয়৷ দেখিলেন তখন নয়ট বাজিয়া দশ মিনিট অতীত হইয়াছিল। অতঃপর তিনি আফিস হইতে বাসায় ফিরিলেন । তিনি পথে বাহির হইয়া মনে মনে বলিলেন, “যদি ওয়াকার ফিরিয়া আসে, তাহা হইলে সে নিশ্চিতই টেলিফোনে আমাকে ংবাদ দিবে। আমার বোধ হয় সে নূতন কোন রহস্তের সন্ধান পাইয় তাহারই আবিষ্কারের চেষ্টায় গিয়াছে। নতুবা তাহার এরূপ বিলম্ব হইবার তার কি কারণ থাকিতে পারে ? কিন্তু তাহার মনের কথা জানিতে পারিলাম না যে ” যাহা হউক, ডি ডি ওয়াকারের সহিত সাক্ষাতের আশা ত্যাগ " করিয়া তাহার শয়ন-কক্ষে অগ্নিকুণ্ডের নিকট উপবেশন করিলেন । একখানি জৰ্ম্মান নভেল পাঠ করিতে করিতে তিনি তাহা অসমাপ্ত রাখিয়া গিয়াছিলেন, তাহাই খুলিয়া পাঠ করিতে লাগিলেন। ডি ডি পুলিশে চাকরি করিলেও পণ্ডিউভলোক ; ইযুরোপের নানা ভাষায় তিনি অভিজ্ঞ । জৰ্ম্মান নভৈলপানি তাহার খুব ভাল লাগিয়াছিল; তিনি তাহ পাঠ করিতে করিতে স্থান কাল বিস্তুত হইলেন, ওয়াকারের কথাও তখন র্তাহার মনে রহিল না । রাত্রি দুইটার সময় তিনি উপন্যাসখানি সমাপ্ত করিয়া শয্যায় দেহভার প্রসারিত করিলেন । ওয়াকার টেলিফোনে তাহাকে সাড়া ন দেওয়ায় তিনি বুঝিতে পারিলেন, সে তখনও আফিসে প্রত্যাগমন করে নাই । এইবার তাহর সন্দেহ হইল—ওয়াকার হয় ত কোন স্থানে বিপল্প হইয়াছে। বিভীষিকণবাদী চীনাম্যানের দল তাহাকে " আটাইকেরে নাই ত ? তিনি জানিতেন ওয়াকার সেই চীনাম্যানগুলা অপেক্ষা অধিক চতুর ; এজন্য তখনও তিনি তাহার অমঙ্গলের আশঙ্কা করিলেন না।