পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о পীতাতঙ্কের প্রতিকার করিতেছিল ; কেহ কেহ উচ্চৈঃস্বরে গান আরম্ভ করিয়াছিল । ডি ডি অন্তান্ত পুলিশ-কৰ্ম্মচারীদের সঙ্গে চলিলেন । তাহারা সকলেই সেন্টাল আফিসের কৰ্ম্মচারী। তাহীদের সঙ্গে একটি ‘মেসিন গনা ছিল, এবং প্রয়োজন হইলেই যেন মুহূৰ্ত্ত মধ্যে গুলি চালাইতে পারা যায় এই ভাবে তাহ। প্রস্তুত রাখা হইয়াছিল। ডি ডি তাহাদিগকে যথাযোগ্য উপদেশ দিয়া সতর্কভাবে চারি দিকে দৃষ্টি রাথিতে আদেশ করিয়াছিলেন । তাহার কোন কাৰ্য্যে নিয়মের ব্যতিক্রম হইবার উপায় ছিল না ! তিনি কৰ্ম্মচারীদের বলিয়। রাখিয়াছিলেন, “যদি পথিমধ্যে চীনাম্যানদের দলবদ্ধ ভাবে আসিতে দেখ, তাহা হইলে বিন্দুমাত্র সন্দেহের কারণ পাইলেই তাহাদিগকে গুলী করিবে ।” কিন্তু র্তাহার এইরূপ সতর্কতার প্রয়োজন হইল না ; পথিমধ্যে তখন কোন রকম বিঘ্ন ঘটল না। তাহার গাড়ীর সঙ্গে পূৰ্ব্বোক্ত গাড়ীখানি নিৰ্ব্বিঘ্নে পেণ্টনভিলে উপস্থিত হইল। ডি ডি গাড়ী হইতে নামিয়া কারাধ্যক্ষের অফিসের দিকে অগ্রসর হইলেন । তাহার পর ডিভটকে কারাকক্ষ হইতে বাহির করিয়া পুলিশ-কৰ্ম্মচারীদের গাড়ীতে তুলিয়া দিলেন । ডিভট সেই গাড়ীতে সশস্ত্র প্রহরী-বেষ্টিত হইয়া হলওয়ের কারাগারে যাত্রা করিল। ডি ডি কারাধ্যক্ষের সহিত গল্প করিতে লাগিলেন । কিছুকাল পরে তিনি কারাধ্যক্ষকে বলিলেন, “উহার শীঘ্রই নিৰ্ব্বিঘ্নে হলওয়ের কারাগারে উপস্থিত হুইবে । মোটরখানি যথাসম্ভব দ্রুতবেগে যাইবে ।” ডিভট পুলিশ-কৰ্ম্মচারীবর্গে পরিবেষ্টিত হইয়া হলওয়ের কারাগারে প্রস্থান করিবার দশ মিনিট পরে ডি ডি হলওয়ের কারাগারের অধ্যক্ষকে টেলিফোনে জাহান করিগেন ; কিন্তু কাহারও সাড়া