পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ও ২ পীতাতঙ্কের প্রতিকার ডি ডি বলিলেন, “ধন্যবাদ। আমি যাহা জানিতে চাহি, তাহ। জানাইবার জন্য আপনাকে আমার দলের কোন লোক খুজিতে হইবে না, এবং আপনি সেরূপ লোকও খুজিয়া পাইবেন না।” অতঃপর তিনি স্কটল্যাণ্ড ইয়ার্ডে ফিরিয়া আসিয়া একখানি পত্র পাইলেন, তাহাতে লিখিত ছিল, “পুলিশের ভ্রাম্যমান গাড়ী হলওয়ের কারাগারের এক মাইল দূরে চুর্ণ হইয়াছে। তিনজন পুলিশ-কৰ্ম্মচারী নিহত এবং একজন সাংঘাতিকরূপে আহত হইয়াছে। কয়েদী ফেরার, তাহার সন্ধান নাই ; সম্ভবতঃ আত্মরক্ষার জন্য সে পলায়ন করিয়াছে ।” ডি ডি এই সংবাদে বিন্দুমাত্র বিস্ময় প্রকাশ না করিয়া গম্ভীর ভাৰে বলিলেন, “বেশ স্থখবর ওয়াকারও অদৃত হইয়াছে, কোথায় গিাছে—তাহ পরমেশ্বরই জানেন । ডিভট আমাদের চোখের উপর হইতে সরিয়া পড়িল! এবার দেখিতেছি সবুজ ত্রিভুজেরই জয়জয়কার! কিন্তু শেষ রক্ষণ করিতে পারিলে বুঝিব তাহারা সত্যই চতুর। যেরূপে হউক বিপ্লবীদের চুর্ণ করিতেই হইবে।” 磐 本 普 水 স্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত, ভবিষ্যদ্বক্তা হো-লি তাহার সম্মুখে সমাগত আগন্তুক চীনাম্যানটিকে লক্ষ্য করিয়া বলিল, “বহু গুণান্বিত উ-সাম, তুমি এত বড় গাধা, এরূপ অদূরদর্শী, ইহা পূৰ্ব্বে কোন দিন ধারণা করিতে পারি নাই ! এখন দেখিতেছি তোমার সকল, সদগুণ দোষে পরিণত হইয়াছে। তোমার কার্য্যে স্বর্গের দেবতারা অসন্তুষ্ট হইয়াছেন। তুমি আমাকে কিরূপ অপ্রীতিকর কাৰ্য্যে ৰাধ্য। করিয়াছ তাহা তোমার ধারণা করিবার শক্তি নাই ।” - আগন্তক তাহার কথা শুনিয়া বিনীত ভাবে বলিল, “মাননীল