পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার У e “ তোমরা সৰ্ব্বদা স্মরণ রাখিবে পতিসেবা ও পতির আদেশ-পালন প্রত্যেক নারীর প্রধান কৰ্ত্তব্য। প্রাচ্য মহাদেশের সকল মহাপুরুষ, সকল শাস্ত্রকার নারী জাতিকে এই উপদেশ দান করিয়াছেন । ইয়ুরোপের শ্বেতাঙ্গ জাতির নারীরা এই উপদেশ অগ্রাহ করিয়া তাহাদের পতিদেবতার মাথায় চড়িয়া বসিয়াছে ; এইজন্য ইযুরোপীয় সমাজ নষ্ট হইতে বসিয়াছে। তাহাদের সমাজে শৃঙ্খলা নাই, গার্হস্থ্য জীবনে সুখ নাই ; কাহারও প্রাণে শান্তি নাই । তাহাদের সমাজ শীঘ্রই চূর্ণ হইবে । তাহাদের অধঃপতনের আর অধিক বিলম্ব নাই। নারীজাতি পুরুষের সমকক্ষ হইবে ? কি স্পৰ্দ্ধা ! কি ঘৃণিত প্রথা ! আমি নিতান্ত নিরীহ লোক বলিয়া তোমরা সামান্য দণ্ড ভোগ করিয়াই রেহাই পাইলে । আমার সহজে রাগ হয় না ; কৰ্ত্তৰ বেধেই তোমাদের যৎসামান্ত শাস্তি দিলাম। যদি ক্রুদ্ধ হইতাম—তাহ হইলে তোমাদের নাক কন না কাটিয়া ক্ষান্ত হইতাম না । যাহা হউক, আমার উপদেশ সৰ্ব্বদ। স্মরণ রাখিবে ; পতিই নারীর একমাত্র দেবতা—একথা ভুলিও না ।” হো-লি পত্নীদ্বয়কে এইরূপ উপদেশ দান করিয়া বিশ্রাম-গৃহে প্রত্যাগমন করিল। সেই সময় তাহার গুণবান পুত্র:তাহার সম্মুখে আসিয়া অভিবাদন করিল। হো-লি বলিল, “বৎস, হো-টিং সংবাদ কি ?” হো-টিং বলিল, “মহামান্য পিতা, সংবাদ আছে বলিয়াই আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি। দীর্ঘদেহ শ্বেতাঙ্গ পুলিশম্যানটা অদৃশ্ব হইয়াছে। ইহা স্বসংবাদ নহে । আমার বিশ্বাস, হো-মিংএর দল তাহাকে ধরিয়া লইয়া গিয়া গুম্‌ করিয়াছে। ওদিকে বিপ্লবী দলেরওকয়েক জন কৰ্ম্মীর সন্ধান নাই!” হো-লি বলিল, “আমি ভবিষ্যদ্বেত্তা, সুতরাং এই সংবাদ আমার