পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাতাতঙ্কের প্রতিকার సా বৃহৎ ; বর্ণ ঈষৎ লোহিতাভ, নাসিক। দীর্ঘ—অগ্রভাগ ঈষৎ বক্র, মধ্যস্থল চাপা ; গালে বসস্তের ক্ষতচিহ্ন ; চুল ও গোফ কালো, কোকড়া ; হাত পা স্বাভাবিক দীর্ঘ । ইংরাজী ভাষায় অনর্গল কথা বলিতে পারে । হস্তাক্ষর পরিচ্ছন্ন। ধূমপায়ী নহে। রুষ ফরাসী ও জৰ্ম্মান ভাষায় অসামান্য অধিকার । মদ্যপানে অনভ্যস্ত। আসামী রসায়ন বিদ্যায় মুনিপুণ । বারমিংহামে শিক্ষালাভ করিয়াছিল । এ দেশে কোন আত্নীয় নাই । বোমা প্রস্তুতে ওস্তাদ । একাধিক পত্নীর স্বামী বলিয় খ্যাত। চুরি, ঘরে আগুন দেওয়া, একাধিক পত্নীর সহিত স্বামীভাবে বাস—ইত্যাদি অপরাধে কারাদণ্ড হয় । ১৯০৯ খৃষ্টাব্দে নিৰ্ব্বাসিত হইবার পর এদেশে ফিরিলে ১৯১৩ খৃষ্টাব্দে পুনৰ্ব্বার নির্বাসন দণ্ড লাভ করে ।” ডি ডি নিঃশব্দে এই বিবরণ পাঠ করিয়া ইনস্পেক্টর ওয়াকারকে বলিলেন, “এই পলের সঙ্গে সবুজ ত্রিভুজের কি সম্বন্ধ ? আমি না হয় তর্কের অনুরোধ স্বীকার করিলাম—ইহা কোনও অবৈধ প্রতিষ্ঠানের সাঙ্কেতিক চিহ্ন ; কিন্তু ইহার সহিজপলকে জড়াইতেছ কেন ?” ওয়াকার বলিল, “আমি কোন সম্বন্ধ আবিষ্কার করিতে পারি নাই ; কিন্তু লোকটা এখন লওনেই আছে, এই অবস্থায় বিজ্ঞাপনটি এদেশে প্রচারিত হইতেছে । এই কাৰ্য্যকারণ যথেষ্ট বলিয়াই মনে হয়। হয় ত পল এখন এরূপ কোন ষড়যন্ত্রে লিপ্ত আছে-এই হ্যাণ্ডবিলগুলি যাহার পূর্ব-স্বচন মাত্র।” ༤༽ ডি ডি মাথা নাড়িয়া বলিলেন, “হয় ত ? কিন্তু অকুমান প্রমাণ নহে। একটা নিৰ্ব্বাসিত অপরাধী মুক্তিলাভ করিয়া লওনে আসিয়াছে, অতএব এই রহস্তের সতি সে বিজড়িত—এৰূপ সন্দেহ কোন দায়িত্বজ্ঞানসম্পন্ন পুলিশ-কৰ্ম্মচারীর কৰ্ত্তব্য-পথ নির্ণয়ের উপায় বলিয়া নিৰ্দ্ধারিত হইবার যোগ্য নহে ।”