পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম তরঙ্গ বিপ্লবীদের নূতন শিকার ওয়াকার হাই তুলিয়া দীর্ঘদেহ প্রসারিত করিল ; স্বনিদ্রায় তাহার ক্লাস্তি দূর হইয়াছিল। সে ধীরে ধীরে দুই হাতে মাথা টিপিতে লাগিল। আঘাতে তাহার মাথা ফুলিয়া উঠিয়াছিল ; সেই স্ফীতি টুটিয়াছিল বটে, কিন্তু তখনও বেদনা ছিল । তথাপি সে বেশ স্বস্থ বোধ করিল। ওয়াকার মনে মনে বলিল, “প্রথমেই আমাকে শিকল ছিড়ি: মুক্তিলাভ করিতে হইবে । আমাকে গরুর মত গোজের সঙ্গে শিকল দিয়া বাধিয়া রাখিয়াছে—ইহা অসহ্য ।” সে তাহার ফ্রাস্কের কাক খুলিয়া অবশিষ্ট মদটুকু গলায় ঢালিয়া দিল । মদ্যপান করিয়া তাহার দেহ যেন পূৰ্ব্বাপেক্ষা সবল মনে হইল , মানসিক অবসাদ কাটিয়া গেল, এবং সে ফুৰ্ত্তি বোধ করিতে লাগিল । শরীরও বেশ গরম হইয়া উঠিল । এই বার সে দুই হাতে শিকলটি ধরিয়া তাহাতে সজোরে একটা ট্যাচক টান দিতেই শিকল ছিডিয়া দুই ফিট তাহার কোমরে ঝুলিতে লাগিল । সে আশা করিয়াছিল শিকলের কয়েক ফিট গোড়ায় ছিড়িয়া তাহার দেহের সঙ্গে ঝুলিতে থাকিবে, এবং প্রয়োজন হইলে সে তাহা আয়ুধ রূপে ব্যবহার করিতে পারিবে ; কিন্তু শিকলের যে অংশ তাহার কোমরে ঝুলিতে লাগিল, তাই পরীক্ষা করিয়া সে সন্তুষ্ট হইতে পারিল না ; কারণ সে বুঝিতে পারিল