পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о পীতাতঙ্কের প্রতিকার ওয়াকার ক্ষুব্ধস্বরে বলিল, “মনে করুন সে পুনৰ্ব্বার সাত বৎসর নিৰ্ব্বাসন দণ্ডভোগের জন্য প্রস্তুত আছে । আমি এ প্রমাণও পাইয়াছি যে, সে মন্টি কালোতে একটি বহুমুল্য, স্থপ্রশস্ত ও স্থসজ্জিত বাগানবাড়ী ক্রয় করিয়া কয়েক বৎসর সেখানে নবাবের মত বাস করিয়াছে – সেখানে সে পরম মুখে সচ্ছন্দে বাস করিবার সুযোগ ত্যাগ করিয়া বিপদসঙ্কুল লণ্ডনে আসিয়া নানাপ্রকার অস্থবিধা ও কষ্ট ভোগ করিতেছে—ইহা কি সম্পূর্ণ অকারণ ?” ডি ডি বলিলেন, “তাহার যথেষ্ট কারণ থাকাই সম্ভব; কিন্তু তুমি যে কারণ অনুমান করিতেছ তাহা সত্য না হইতেও পারে। তবে তুমি যে অবৈধ সমিতির কথা বলিলে, তাঙ্গর সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছ তাহাই জানিতে চাই । তোমার মাথায় ও-রকম খেয়াল কেন প্রবেশ করিল ? তাহার নিশ্চিতই কোন সঙ্গত কারণ আছে ।” ওয়াকার বলিল, “ঐ বিজ্ঞাপন প্রচারিত হইতে আরম্ভ হইবার সাত দিন পরে আমি বণ্ড ষ্ট্রটে পলকে দেখিয়াছিলাম। তাহার দেহ এখন পূৰ্ব্বাপেক্ষ স্থূল হইয়াছে, তাহার ক্ষুৰ্ত্তিও অনেক বেশী দেখিলাম ! হঁ। সে পল, এবিষয়ে আমি নিঃসন্দেহ হই,াছি । “আমি যখন তাহাকে দেখিতে পাইলাম—সেই সময় ‘সবুজ ত্রিভুজের কথাটা আমার মাথার ভিতম ঘুরিতেছিল, সেই জন্য উহাদের পরস্পরের যোগস্থত্রের কথাই আমার মনে হইয়াছিল । আমার বিশ্বাস, আমার এই ধারণা মিথ্যা নহে। . বিশেষ কোন জরুরি কার্য্য উপলক্ষেই পল বিপদের আশঙ্ক। ੇ লগুনে আসিয়াছে—ইহা আমি অবিশ্বাস করিতে পারি নাই । সে কি এদেশে সাম্যবাদ প্রচার করিতে আসিয়াছে ? অামার ত তাহা মনে হয় না।”