পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার S )వ তাহার ধারণা হইল সেই সিড়ি দিয়া দুইজন লোক নীচে নামিয়াছিল। সে পূৰ্ব্বে যে কক্ষে প্রবেশ করিয়াছিল, এবার তাড়াতাড়ি সেই কক্ষে প্রবেশ করিয়া একখানি তক্তপোষের নিকট উপস্থিত হইল । সে সেই তক্তপোষে শায়িত চীনাম্যানের মুখের দিকে দৃষ্টিপাত করিবার জন্য সম্মুখে ঝুকিয়া পড়িল । ঠিক সেই মুহূৰ্বে শয্যাশায়ী চীনাম্যানটা একহাতে তাহার গলা চাপিয়া ধরিয়া অন্য হস্তে একখানি তীক্ষুধার ছোরা উদ্ধে তুলিল ! সেই ছোরার ফল। অদূরবত্তী দীপের আলোকে ঝকু-মক্‌ করিতে লাগিল । সেই চীনাম্যানটা তাহার মুখের দিকে চাহিয়৷ সবিস্ময়ে বলিল, “শাদা ভূত !” ওয়াকাম তৎক্ষণাৎ দুই হাতে সেই গল। টিপিয়া ত "হার শ্বাসরুদ্ধ করিল ; তাহার পর তাহাকে ঠেলিয়া-ফেলিয়া সেই শয্য য় শয়ন করিল এবং কম্বল দ্বারা আপাদমস্তক আচ্ছাদিত করিল। ঠিক সেই মুহূৰ্ত্তে পূৰ্ব্বোক্ত চীনাম্যানদ্বয় সেই কক্ষে প্রবেশ করিল। 菁 米 辛 革 毒 ডি ডি অফুট গজ্জন করিয়া টেলিফোনের রিসিভারট। এরূপ বেগে রাখিয়া দিলেন যে, তাহার কলমটা ছিটুকহিয়া মেঝেতে পড়িয়া BBB S gBBBB BK BBBBB BBS BBB BBDD DDDDS S তাহার পর তিনি বলিলেন, “কোন সংবাদ নাই ?” ডি ডি বলিলেন, “কোন সংবাদ নাই । ওয়াকার যে মুহূৰ্ত্তে হয়ার্ড হইতে বাহিরে চলিয়া গিয়:ড়ে, সেই মুহূৰ্ত্ত হইতে তাহার আর কোন সন্ধান নাই ; যেন সে বাতাসে মিশিয়া গিয়ছে !” * > ওয়াটারসন বলিলেল, “ট্যাক্সিগুলার খবর কি ?” ডি ডি বলিলেন, “আমি সকলগুলিই পরীক্ষা করিয়া দেখিয়াছ ;