পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ8 পীতাতঙ্কের প্রতিকার করিবার জন্য তখন তাহার আগ্রহ হইল না। এইজন্য তিনি প্রশ্নটি ঘুরাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, “ওয়াকার এখনও জীবিত আছে কি ? হে বিজ্ঞ মহাপুরুষ, আমার এই প্রশ্নের উত্তর দিতে আশা করি তোমার আপত্তি হইবে না।” হো-লি বলিল, “হা, সে জীবিত আছে ; আপনার আমার মতই তাহার দেহে প্রাণের অস্তিত্ব বর্তমান আছে । কিন্তু আপনারা কি কৌশলে তাহাকে উদ্ধার করিতে পারিবেন, তাহা আমি গণনা দ্বারা এখনও স্থির করিতে পারি নাই ; কারণ এ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা যথেষ্ট সময়সাপেক্ষ। তবে আমার অনুমান, তাহাকে উদ্ধার করা আপনাদের পক্ষে সহজ হইবে না । হো-মিং সম্প্রদায়ের কৰ্ম্মীরা তাহাকে তাহাদের সদর অর্ডডায় কয়েদ করিয়া রাখিয়াছে—ইহা আমি গণনা দ্বারা পূৰ্ব্বেই জানিতে পারিয়াছি। যে স্থানে তাহাকে তাহারা আটক করিয়া রাখিয়াছে সেই স্থানের নাম—ব্রোঞ্জ ক্রিসানথিমম ষ্ট্রীট ।” ডি ডি বলিলেন, “তোমার একথা কি সত্য ? যদি ইহা সত্য হয় তাহা হইলে কি উপায়ে তাহাকে উদ্ধার করিব—তাহা জানিবার জন্য তোমার গণনার প্রয়োজন হইবে না ; কারণ আমি এক ঘণ্টার মধ্যেই সেই স্থান খানাতল্লাস করিয়া বিপ্লবীদের সকলের হাতে হাতকড়ি দিতে পারিব । তাহীদের এত স্পৰ্দ্ধা যে, তাহারা আমাদের দেশে জাপ্রয় গ্রহণ করিয়া অসীম শক্তিসম্পন্ন সরকারের অনিষ্ট সাধনের চেষ্টা করিতেছে! ক্ষুদ্রশক্তি বিদেশী প্রজার এই স্পৰ্দ্ধা মার্জনার অযোগ্য । তাহীদের জানা উচিত শান্তি স্থাপনের জন্ত, অইনের সম্মান রক্ষার নিমিত্ত তাহাদের দলের সকলকে ধiিয়া লইয়া গিয়৷ জেলে পুরিতে পারেন ব্রিটীশ সরকারের সে শক্তি আছে।”